রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৩০শে সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে।
এ উপলক্ষে র্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার-ফেস্টুন সহকারে র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা একেএম শাহনেওয়াজ, পাংশা মডেল থানার এসআই রাজিব ও পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আঃ সালাম সিদ্দিকী। অনুষ্ঠানে কন্যাশিশুর সুরক্ষায় গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক সুপ্রিয়া গোস্বামী ও মিষ্টি রানী দেব সংগীত পরিবেশন করেন। কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক হাফসা হিজাজি কবিতা আবৃত্তি করেন।
পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার কর্মকর্তা সুমী বিশ্বাস, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার তপু কুমার দেবনাথ, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী শ্যামল কুমার বিশ্বাস, অফিস সহায়ক ওবায়দুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গণমাধ্যম কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।