ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
গোয়ালন্দে যৌথবাহিনীর অভিযানে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভাংচুর-লুটে জড়িত ২জন গ্রেপ্তার
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৯-৩০ ১৫:০৭:১৫

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে মেসার্স আহমেদ ট্রেডার্স নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

 গ্রেফতারকৃতরা হলো- পৌরসভার দেওয়ান পাড়া এলাকার মৃত আলিমুদ্দিন খানের ছেলে জামাল খান(৪০) ও পৌরসভার জুড়ান মোল্লার পাড়া এলাকার আঃ মজিদের ছেলে শামীম শেখ ওরফে সোহেল(৩৩)।

 ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ভুক্তভোগী ওবাইদুর সরদার গত ২৮শে সেপ্টেম্বর রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পে উপস্থিত হয়ে ৬জনের নাম উল্লেখ করে এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করেন।

 অভিযুক্তরা হলেন- দেওয়ানপাড়া গোয়ালন্দ এলাকার মন্নু দেওয়ানের ছেলে মোহাম্মদ ফারুক দেওয়ান, ইসহাক মাস্টারের ছেলে রাজু শিকদার, বাবলু শেখের ছেলে সোহেল শেখ, মরহুম আলিমদ্দিন খানের ছেলে জামাল খান এবং বাদল শেখের ছেলে বাবুল শেখ।

 অভিযোগে বলা হয়, গত ২২শে সেপ্টেম্বর অভিযুক্তরা ১০/১৫ জন অজ্ঞাত ব্যক্তির সাথে মিলে মেসার্স আহমেদ ট্রেডার্সে উপস্থিত হয়ে প্রায় ৬০ হাজার টাকার পণ্য ও নগদ ৮১ হাজার টাকা লুটে নিয়ে দোকানে ভাংচুর চালায়।

 অভিযোগের প্রেক্ষিতে, গত ২৯শে সেপ্টেম্বর দিনগত রাত দেড়টায় রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের একটি দল দেওয়ান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত সোহেল শেখ এবং জামাল খানকে গ্রেফতার করে। এ সময় অভিযান পরিচালনায় বাঁধা প্রদান করায় আরো দু’জনকে আটক করা হয়। অভিযান পরিচালনা শেষে গোয়ালন্দ ঘাট থানাকে অবহিত করা হলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আসামীসহ সন্দেহভাজন ২জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, অভিযুক্ত ২জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ৩০শে সেপ্টেম্বর দুপুরে তাদেরকে রাজবাড়ী বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং সন্দেহভাজন ২জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ