ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালীতে যৌথ আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
  • জুয়েল সরদার
  • ২০২৪-১০-১৫ ১৫:১০:৫৯

 “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গতকাল ১৫ই অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। 

 এ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালী এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়া প্রদর্শনী ও অনুশীলন অনুষ্ঠিত হয়। 

 সকালে র‌্যালীটি কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

 পরে উপজেলা পরিষদ চত্ত্বরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার কৌশল প্রদর্শনী করা হয়। প্রদর্শনী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। 

 সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মিজানুর রহমান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাইমুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল রিপন চন্দ্র শীল।

 এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মোঃ মিলন হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 

 সভায় বক্তারা শিক্ষার্থীদের সুস্থ থাকা, হাত ধোয়াকে অভ্যাসে পরিণত করা ও নিরাপদ খাবার গ্রহণের ব্যাপারে অঙ্গীকার করেন।

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ