ঢাকা মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
জৌকুড়া থেকে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও কার্তুজসহ ৩জন গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-২২ ১৫:৫৪:৫৩

 রাজবাড়ী সেনা ক্যাম্পের একটি দল ও থানা পুলিশের দল গত ২০শে অক্টোবর দিনগত ভোর রাতে জৌকুড়ায় যৌথ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ ৩জনকে গ্রেফতার করেছে।

 গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার জৌকুড়া গ্রামের কাসেম বিশ্বাসের ছেলে আজম বিশ্বাস মধু(৫২), পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী গ্রামের আলাউদ্দিনের ছেলে মনিরুল ইসলাম(৪৬), বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের রমজান মোল্যার ছেলে আব্দুল আউয়াল(৩২)।

 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, গত ২০শে অক্টোবর দিনগত ভোর রাতে চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের কাসেম বিশ্বাসের ছেলে আজম বিশ্বাস মধুর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আজম বিশ্বাস মধু, মনিরুল ইসলাম, আব্দুল আওয়ালকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর গত সোমবার আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

কসবামাজাইলে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলবদ্ধতা পাংশা পৌরসভার চিত্র এখন এমনই
ফরিদপুরে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ