রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে গতকাল ২রা নভেম্বর র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে র্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রানবেন্দ্র মজুমদার বক্তব্য রাখেন।