ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালুখালীতে বিএনপির প্রস্তুতি সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-০৫ ১৪:৪৫:০৫

রাজবাড়ী জেলার কালুখালীতে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ৫ই নভেম্বর বিকেলে কালুখালী বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

 সভায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লায়ন এডঃ আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে পাংশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে.এম আইনুল হাবীব, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মসলেম উদ্দিন মিঞা, শাহজাহান আলী মাষ্টার ও কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সী প্রমুখ বক্তব্য রাখেন।

 এ সময় উপজেলা বিএনপি নেতা হাসমত আলী, কামরুজ্জামান কামাল, আলমগীর হোসেন, উপজেলা জিয়া পরিষদের সাবেক আহ্বায়ক জিয়াউর রহমান জিরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সাহাদাত হোসেন সাইফুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 সভায় ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

 
পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ