ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর প্রামাণ্য দলিল ও আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে।
গতকাল ৭ই নভেম্বর সন্ধ্যায় রাজবাড়ী রেল স্টেশন চত্ত্বরে জিয়া সাইবার ফোর্স রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এই প্রমাণ্য দলিল ও আলোকচিত্র প্রদর্শন করা হয়।
এর আগে শহরের রেলস্টেশন এলাকা থেকে একটি র্যালী বের করা হয়। জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোনিয়া আক্তার স্মৃতির নেতৃত্বে র্যালীটি সরকারী কলেজসহ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আকবর খান, সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন খান, সদস্য আরিফুল ইসলাম, ফরহাদ হোসেনসহ জিয়া সাইবার ফোর্স রাজবাড়ী জেলা শাখার সভাপতি এস এম কাউসার মাহমুদ, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলামসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
র্যালী শেষে সন্ধ্যায় রাজবাড়ী রেলস্টেশন এলাকার বটতলায় জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর প্রামাণ্য দলিল ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
প্রামাণ্য দলিল ও আলোকচিত্র প্রদর্শন দেখতে শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
দর্শনার্থীরা বলেন, সাবেক রাষ্ট্রপতিকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার প্রচেষ্টা করেছিলেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক। তার ঘোষণার পর দেশের মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। জিয়া সাইবার ফোর্স আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর প্রমাণ্য দলিল তুলে ধরেছেন। এই প্রদর্শনী সবাইকে মুগ্ধ করেছে।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোনিয়া আক্তার স্মৃতি বলেন, জিয়া সাইবার ফোর্সের প্রতিটি সদস্য বিএনপি ও অঙ্গসংগঠনের তথ্য তুলে ধরেছে। বিগত সরকারের সময় অনেক সংবাদ মিডিয়াতে দিতে দেয়নি স্বৈরাচার শেখ হাসিনা সরকার। সাইবার ফোর্সের সদস্যরা সেসব তথ্য তুলে ধরেছেন। আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিনে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর প্রামাণ্য দলিল ও আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে। শত শত মানুষ এখানে আসছেন। আগামীর বাংলাদেশে প্রতিটি মানুষ সঠিক ইতিহাস জানতে পারবেন তারই অংশ হিসাবে আজকের এই প্রদর্শনী।