ঢাকা সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
পাংশা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তাসহ ৩টি পদ দীর্ঘদিন যাবত শূন্য
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১১-১০ ১৪:৪৮:০৫

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে পরিসংখ্যান কর্মকর্তাসহ তিনটি পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। ফলে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

 সরেজমিন গতকাল ১০ই নভেম্বর পাংশা উপজেলা পরিসংখ্যান অফিস সূত্র জানায়, চলতি বছরের ডিসেম্বর মাসে অর্থনৈতিক শুমারি হবে। গত ২৮শে অক্টোবর থেকে চলতি নভেম্বর মাসের ৮তারিখ পর্যন্ত এমআইসিএস প্রকল্পের মাঠ পর্যায়ের তালিকা সম্পন্ন হয়েছে। দপ্তরিক বিভিন্ন ফসলের হিসাব, বিভিন্ন জরিপ, দাগ গুচ্ছ নমুনা জরিপ, এসভিআরএম প্রকল্পের মাঠ পর্যায়ের জরিপসহ নানাবিধ জরিপ কার্যক্রম পরিচালিত হয় উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে।

 কিন্তু এক বছরের অধিক সময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার পদ এছাড়া দীর্ঘদিন যাবত জুনিয়র পরিসংখ্যান সহকারীর ২টি পদের মধ্যে ১টি পদ ও চেইনম্যানের পদটি শূন্য রয়েছে।

 অত্র কার্যালয়ে পরিসংখ্যান তদন্তকারী এস.এম মাজেদুল ইসলাম ও জুনিয়র পরিসংখ্যান সহকারী মনোজিৎ দাস কর্মরত রয়েছেন। রাজবাড়ী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম পাংশা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। তিনি পাংশা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে মাঝে মধ্যে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম দেখভাল করেন।

 যোগাযোগ করা হলে পরিসংখ্যান তদন্তকারী এস.এম মাজেদুল ইসলাম পাংশা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে জনবল সংকটের কারণে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। জনবল সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।

 
রাজবাড়ীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ফের পেঁয়াজ বীজ বিতরণ
 বালিয়াকান্দিতে নবাগত ইউএনও’র সাথে কর্মকর্তা ও সাংবাদিকদের মতবিনিময় সভা
পাংশা উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্য পুনরায় পেঁয়াজের বীজ বিতরণ
সর্বশেষ সংবাদ