ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
কৃষক দলের সেক্রেটারীর সাংগঠনিক স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় রাজবাড়ীতে আনন্দ মিছিল
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-১১-১২ ১৫:০৩:৪৫

৮১ দিন পর জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সাংগঠনিক স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় রাজবাড়ীতে আনন্দ মিছিল ও মোটর সাইকেল র‌্যালী করেছে জেলা কৃষক দল। 
 গতকাল ১২ই নভেম্বর বিকেলে রাজবাড়ী পৌরসভার সামনে থেকে মোটর সাইকেল র‌্যালীটি বের হয়ে শ্রীপুর বাজারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
 পথসভায় জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আয়ুব, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক আহসান হাবীব ও জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক এডঃ শাহারিয়ার জামান রাজিব, ইমারত প্রমুখ বক্তব্য রাখেন।  
 এ সময় জেলা কৃষকদলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, গত ১০ই নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
 কৃষক দলের সাধারণ সম্পাদকের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১শে আগস্ট ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল।

 

রাজবাড়ীর বিনোদপুরে সাবেক ছাত্রলীগ নেতা তানভীরকে কুপিয়ে হত্যা॥২জন গ্রেফতার
রাজবাড়ীতে ভোক্তার অভিযানে তিন  প্রতিষ্ঠানকে ১৬হাজার টাকা জরিমানা
বহরপুর বাজারে টিনের চাল খুলে  সার ও কীটনাশকের দোকানে চুরি
সর্বশেষ সংবাদ