ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
গোয়ালন্দে প্রেমিকার দায়ের করা ধর্ষণ মামলায় পলাতক প্রেমিক সাগর গ্রেপ্তার
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১১-১৩ ১৪:০৯:৩৫

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে প্রেমিকার দায়েরকৃত ধর্ষণ মামলার আসামী সিরাজুল ইসলাম সাগর (২৬) কে গত ১২ই নভেম্বর রাতে ঢাকার চকবাজার থেকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম সাগর উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমুদ্দিন পাড়া এলাকার দারোগ আলী সরদারের  ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৭ মাস আগে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমুদ্দিন পাড়া গ্রামে বিয়ের দাবীতে সাগরের বাড়ীতে ৫ দিন যাবৎ অনশন করেছিল তার প্রেমিকা। তবে বিষয়টি সুষ্ঠুভাবে কোন সমাধান না হওয়ায় পরিবারের পক্ষ থেকে মামলাটি দায়ের করেন ভূক্তভোগী।

ওই কলেজ ছাত্রী জানান, আমার সাথে সাগর যে ঘটনাটি ঘটিয়েছে আমি মামলার মাধ্যমে সুষ্ঠু বিচার চাই। 

এ ঘটনায় উজানচর ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন জানান, আমি শুনেছি আমার এলাকার সাগর পুলিশের হাতে আটক হয়েছে। আমরা এর সুষ্ঠু একটি সমাধান চাই।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী ছিল সিরাজুল ইসলাম সাগর। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্স গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। গতকাল ১৩ই নভেম্বর দুপুরে গ্রেফতারকৃত সাগরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 
গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ