ঢাকা সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
পাংশায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে ইউএনও’র পরিচিতি সভা
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১১-১৩ ১৪:০৯:৫৪

রাজবাড়ী জেলার পাংশায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে গতকাল ১৩ই নভেম্বর সন্ধ্যায় নবাগত পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার এই পাঠাগারের সভাপতি।

 পরিচিতি সভায় তিনি নতুন প্রজন্মকে পাঠাগার মুখিকরণের গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে বই পড়ার ক্ষেত্রে তিনি তার দেশ-বিদেশের অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। পাঠাগারের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি জ্ঞান অর্জনে বইয়ের সাথে সম্পর্ক স্থাপনে করণীয় বিষয়ে পাঠাগারের সদস্যদের নিকট থেকে পরামর্শ আহবান করেন তিনি।

 পরিচিতি সভায় পাংশা পৌরসভার প্রাক্তন কমিশনার ও পাঠাগারের আজীবন সদস্য শামসুল আলম আকুল, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের আজীবন সদস্য ও বিএনপি নেতা শওকত আলী সরদার, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ, হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দার, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আসকার দানীয়েল সিপার, পাঠাগারের দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবু হাসান, সাজ্জাদ আলী চৌধুরী (কাকুল চৌধুরী), কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলীসহ পাঠাগারের সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 পাঠাগারের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদাকে বই উপহার প্রদান করা হয়। এছাড়া পাঠাগারে উপজেলা নির্বাহী অফিসারের আগমনে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি মোঃ এবাদত আলী সেখ। নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা গত ৩রা নভেম্বর পাংশা উপজেলা নির্বাহী অফিসার পদে দায়িত্বভার গ্রহণ করেন। 

 

রাজবাড়ীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ফের পেঁয়াজ বীজ বিতরণ
 বালিয়াকান্দিতে নবাগত ইউএনও’র সাথে কর্মকর্তা ও সাংবাদিকদের মতবিনিময় সভা
পাংশা উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্য পুনরায় পেঁয়াজের বীজ বিতরণ
সর্বশেষ সংবাদ