ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
সরকারী দপ্তরে সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন হয়রানী শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে--জেলা প্রশাসক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-১২ ১৫:০৯:৪৮

রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গতকাল ১২ই নভেম্বর কালুখালী উপজেলার কয়েকটি সরকারী দপ্তর পরিদর্শন করেছেন।

 সকালে তিনি কালুখালী থানায় পৌছালে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান তাকে ফুলের অভ্যর্থনা জানান। 

 এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংকন পাল, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। থানা পরিদর্শন শেষে নবাগত জেলা প্রশাসক উপজেলার মাজবাড়ী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। 

 দুপুরে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ তাকে ফুলের অভ্যর্থনা জানান।

 এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় যোগ দেন তিনি। 

 কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বক্তব্য রাখেন।

 সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন, কালুখালী থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা, খন্দকার আবু বকর সিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল রিপন চন্দ্র শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ আব্দুল আলীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা ও কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন প্রমুখ বক্তব্য রাখেন।

 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকারী সেবা নিতে এসে মানুষ যেন হয়রানী শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সকল দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সরকারী জায়গা অবৈধভাবে কেউ দখল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তিনি রাজবাড়ীকে মাদক মুক্ত করতে ও বাল্য বিবাহ প্রতিরোধ সকলের সহযোগিতা কামনা করেন।

 
রাজবাড়ীর বিনোদপুরে সাবেক ছাত্রলীগ নেতা তানভীরকে কুপিয়ে হত্যা॥২জন গ্রেফতার
রাজবাড়ীতে ভোক্তার অভিযানে তিন  প্রতিষ্ঠানকে ১৬হাজার টাকা জরিমানা
বহরপুর বাজারে টিনের চাল খুলে  সার ও কীটনাশকের দোকানে চুরি
সর্বশেষ সংবাদ