ঢাকা রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
কালুখালীতে ক্রেডিট ইউনিয়নের নতুন ভবন উদ্বোধন ও ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • প্রতিনিধি
  • ২০২৪-১১-২৩ ১৫:২০:১৫

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর নতুন ভবন উদ্বোধন ও ৯ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ২৩শে নভেম্বর দুপুরে রতনদিয়া বাজার সংলগ্ন তোফাদিয়া রোডে দি কো-অপারেটিভ ক্রেডিট লীগ অফ বাংলাদেশ লিমিটেড কালব এর সহযোগিতায় উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নিজস্ব ৪তলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনের প্রথমতলায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
 এর আগে নতুন এ ভবনের উদ্বোধন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। নতুন ভবনের শুভ উদ্বোধন করেন কালব লিমিটেডের চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন।
 পরে কালুখালী টিসিইউ এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালব লিমিটেডের চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন।
 প্রধান অতিথির বক্তব্যে আগস্টিন পিউরীফিকেশন বলেন, আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশকে স্বাবলম্বী করার জন্য  দীপ্তময় প্রত্যাশা নিয়ে কালবের যাত্রা শুরু হয়ে অদ্যবদী পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে পখ চলে আসছে। আশা করছি সামনে কালবের দিনগুলো আরো সুখময় রয়েছে। এখানে রয়েছে জাতির বিবেক মানুষ করার কারিগর শিক্ষক কর্তৃক পরিচালিত। সকল অর্থ শিক্ষকদের তাদের দক্ষ পরিচালনার মধ্য দিয়ে এই কালব পরিচালিত হয়। একটি স্বচ্ছ পরিচালনা পর্ষদের মধ্য দিয়েই উপজেলা পর্যায়ের কালব অফিস পরিচালিত হয়, যেখানে নেতৃত্বে থাকেন জাতির বিবেক মানুষ গড়ার কারিগরি শিক্ষক মন্ডলী।
 তিনি আরো বলেন, বৃহত্তর ফরিদপুর অঞ্চলসহ আশপাশের কয়েকটি অঞ্চলের মধ্যে এটি একটি দৃষ্টান্ত স্থাপন করলো এই কালুখালী উপজেলা কালব অফিস। নিজস্ব অর্থায়নে শহরের প্রাণ কেন্দ্রে জমি ক্রয় করে চারতলা বিশিষ্ট ভবন তৈরির লক্ষ্যে চারতলা ফাউন্ডেশন দিয়ে প্রথম তলার কাজ সম্পন্ন শেষে নিজস্ব অফিসের শুভ উদ্বোধন হলো। এটা সত্যিই সারা দেশের মধ্যে গর্ভের এবং গৌরবের নাম কালুখালী উপজেলা কালব অফিস। এমন মাইল ফলক দৃষ্টান্ত স্থাপন করার জন্য এই এলাকার মানুষের প্রতি আমি জানাই আমার হৃদয়ের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এ সময় প্রধান অতিথির নিজ উদ্যোগে ব্যক্তিগত পক্ষ থেকে এক লক্ষ টাকা কালুখালী উপজেলা কালব অফিসকে সৌজন্য উপহার প্রদান করেন।
 বিশেষ অতিথি হিসেবে কালব লিমিটেডের সেক্রেটারী আতিকুল্লাহ সরকার, কালব লিমিটেডের ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস, কালুখালী উপজেলা সমবায় অফিসার আব্দুল জব্বার, কালব লিঃ ঢাকা ঘ অঞ্চলের ডিরেক্টর মনিকা মুন্সী, কালব লিমিটেড ঢাকার জিএম প্যাট্রিক পালমা, কালব লিমিটেড বিজনেস বিভাগ ঢাকা এর এজিএম পীযূষ কান্তি দাস, কালুখালী  উপজেলা ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ রিজাউল ইসলাম, কালব লিমিটেড ফরিদপুর জেলা ব্যবস্থাপক জুড গমেজ, কালব লিমিটেড রাজবাড়ী জেলা প্রোগ্রাম অফিসার মোঃ সাইফুল ইসলাম, ফরিদপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, নগরকান্দা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মোঃ মাহবুব আলী মিয়া ও রাজবাড়ী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারী মোঃ জালাল উদ্দিন মোল্লা বক্তব্য রাখেন। এছাড়া নতুন ভবন পেয়ে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ ও সাহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালুখালী উপজেলা কালবের ব্যবস্থাপক আলমগীর মোড়ল।

 

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মায় নাব্যতা সংকটে ফেরী চলাচল ব্যাহত॥চলছে ড্রেজিং
 গোয়ালন্দে দিবালোকে বসত বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি
 কালুখালীতে ক্রেডিট ইউনিয়নের নতুন ভবন উদ্বোধন ও ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ