ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
কালুখালীতে কলেজ শিক্ষার্থীদের সাথে ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মতবিনিময় সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-১২ ১৪:০৪:০৪

 রাজবাড়ী জেলার কালুখালী সরকারী কলেজে গতকাল ১২ই ডিসেম্বর সকালে বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 কালুখালী সরকারী কলেজের প্রফেসর আবু বক্করের সভাপতিত্বে মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার প্রতিনিধি মীর মাহমুদ সুজন, ওবায়দুর রহমান সাগর, আসিফ মাহমুদ, আমিনুল ইসলাম, মাহাদী হাসান রাকিব, আব্দুল্লাহ ও সাকিব প্রমুখ বক্তব্য রাখেন।

 এরপর পর্যায়ক্রমে উপজেলার কালুখালী মহিলা কলেজ, মাজবাড়ী জাহানারা বেগম কলেজ ও নুর নেছা কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 মতবিনিময়কালে বক্তারা বলেন, জুলাই-আগস্টের বিপ্লবের স্পিডকে ধরে রাখতে শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলের সম্মিলিত সহযোগিতায় একটি বৈষম্যহীন কালুখালী গড়তে হবে।

 
বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
বালিয়াকান্দি সরকারী কলেজের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন
সর্বশেষ সংবাদ