ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে অর্থনৈতিক অবস্থা সচল রয়েছে----জেলা প্রশাসক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-১৮ ১৩:৪৮:১০

 “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা কর্মসংস্থান, জনশক্তি অফিস ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

 এ উপলক্ষে গতকাল ১৮ই ডিসেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের(টিটিসি’র) অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মদ, রাজবাড়ী জেলার সেরা রেমিট্যান্স প্রেরণকারী আক্তার হোসেনের ভাই বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন রাজবাড়ী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার।

 রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ গোলাম দস্তগীর হুসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ী ইসলামী ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট কাজী জসিম উদ্দিন, সদর থানার পরিদর্শক(তদন্ত) মোঃ রাসেল মোল্লা, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ নুর আলম জিকু, ইসলামী ব্যাংক পিএলসি রাজবাড়ী শাখার প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ হাফিজুর রহমান, ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার মোঃ শাহীনুল ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার পবন মাতুব্বর, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর প্রণব কুমার রায়, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, ব্যাংকের কর্মকর্তা, টিটিসি’র ইন্সট্রাক্টর ও টিটিসি’র প্রশিক্ষণার্থীসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

 স্বাগত বক্তব্যে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মদ বলেন, একটি বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ গড়ার অন্যতম মূল চাবিকাঠি শক্তিশালী অর্থনীতি ও দক্ষ জনবল। এই অর্থনীতিকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করে অভিবাসী কর্মীদের পাঠানো রেমিটেন্স। আর বিদেশগামী কর্মীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের নিরলস কাজে নিয়োজিত বিএমইটির অধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সমূহ। বিশ্বের প্রায়  ১৭৪টি দেশে বাংলাদেশের প্রায় দেড় কোটি জনশক্তি  কর্মরত আছেন। যারা প্রতি বছর দেশে প্রচুর রেমিটেন্স প্রেরণ করছেন। এজন্য এ সকল প্রবাসী ভাই-বোনদেরকে আমরা ‘রেমিটেন্স যোদ্ধা’ বলি।

 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা আজকে প্রবাসীদের অধিকার নিয়ে কথা বললাম। প্রবাসীদের অধিকার আমাদের দেশে কতটুকু তারা এটা ফিল করছে। তাদের অধিকার নিশ্চিত করতে পারছে কিনা এটা নিয়ে কথা বলতে হবে। আমাদের অর্থনীতিতে প্রবাসীদের অবদান রয়েছে, সেটি কিন্তু অনস্বীকার্য আমরা জানি। প্রবাস জীবন হচ্ছে দেয়ালবিহীন কারাগারের মতন। আমরা প্রবাসীদেরকে শুধু মেশিনের মতন মনে করি, যে তারা শুধু টাকা পাঠাবেন। একজন প্রবাসী প্রবাস থেকে তার পরিবারের সকল চাহিদা পূরণ করেন। কিন্ত সে দেশে ফিরে তার ভেলু টা সে পাননা, এটা খুবই দুঃখজনক।

 তিনি আরও বলেন, একজন প্রবাসী প্রবাসে যে কতটা স্ট্রাগল করে ওইখানে গেলে দেখলে বুঝতে পারবেন। আজকে যে রাজবাড়ীর সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হয়েছেন সেও কিন্তু স্ট্রাগল করেছেন। কষ্ট করেছেন। প্রবাস জীবন সুন্দর কিন্তু সেখানেও কিন্তু কষ্ট হয়েছে। সেখানে অনেক কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। মাথার ঘাম পায়ে ফেলতে হয়। প্রবাসে পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয়। কিন্তু এই প্রবাসীরা পরিবার ছেড়ে প্রবাসে থাকে তারা যে সেক্রিফাইস করে আমরা তাদের সেক্রিফাইসের কতটা মূল্যায়ন করি। তারা যখন দেশে আসে বিমান থেকে নামা শুরু করে আমরা তাদের এই পুরো জার্নিটাতে কতটা অবদান রাখতে পারি এটি একটি বিষয়। তাই প্রবাসীদেরকে আমাদের গুরুত্ব দিতে হবে। কারণ প্রবাসীরা না থাকলে, তারা রেমিট্যান্স না পাঠালে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পড়তো। তাদের পাঠানো রেমিট্যান্সে অর্থনৈতিক অবস্থা সচল রয়েছে।  

 আলোচনা সভা শেষে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ১জনকে ১২ হাজার টাকার একটি চেক ও রাজবাড়ী জেলার সেরা রেমিট্যান্স প্রেরণকারী মোঃ আক্তার হোসেনের পক্ষে তার ভাইয়ের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক।

 পরে অফিসার্স ক্লাবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ অতিথিরা ফিতা কেটে জব ফেয়ার উদ্বোধন করেন এবং প্রতিটি স্টল পরিদর্শন করেন।

রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক
রাজবাড়ীতে লোকজ মেলায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার
সর্বশেষ সংবাদ