নবাগত রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে এনজিওদের প্রতিনিধিত্বকারী সংগঠন এনজিও ফেডারেশন (এফএনবি)।
গত ১৮ই ডিসেম্বর দুপুরে রাজবাড়ী এনজিও ফেডারেশনের সভাপতি ও রাসের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবুর নেতৃত্বে অন্যান্যরা এ শুভেচ্ছা প্রদান করে।
এ সময় রাজবাড়ী এনজিও ফেডারেশনের সাধারণ সম্পাদক ও আশা’র জেলা প্রতিনিধি মোঃ আব্দুল আলীম মিয়া, সহ-সভাপতি ও ব্র্যাকের জেলা প্রতিনিধি প্রণব দাস, সহ-সভাপতি ও ভিপিকেএ এর সহকারী নির্বাহী পরিচালক শাহিদা খাতুন ও কোষাধ্যক্ষ বুরো বাংলাদেশের এরিয়া ম্যানেজার মোঃ শাহ এনায়েতুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও এনজিও সংগঠন এস ডি এস, ধরণী, নাসা, সৃজনী ফাউন্ডেশন, সাজেদা ফাউন্ডেশন, জাগরণী চক্র ফাউন্ডেশন, টিএমএসএস, এসডিসি, রিক, এসএসএস, সিএসএস, পিপিএসএস, পদক্ষেপ, কারিতাস, সেতু, উদ্দীপন, পল্লী মঙ্গল কর্মসূচি, গার্ক, বীজ, বিইউএস, কে এস ইউ এস এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এনজিও প্রতিনিধিরা উপজেলা নির্বাহী অফিসার সাথে সমন্বয় করে দারিদ্র্য বিমোচনের জন্য চলমান কার্যক্রম আরো গতিশীল করতে পারবে বলে আশা ব্যক্ত করেন।