ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
পাংশায় ইউএনও’র সাথে রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১২-২২ ১৩:৪১:১২

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সাথে গতকাল ২২শে ডিসেম্বর বিকালে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে পাংশা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।
 পাংশা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বর্ষিয়ান সাংবাদিক অধ্যাপক মোঃ ইজাজুল হক এবং পাংশা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী ছাব্বির হোসেন শিমুর নেতৃত্বে বিকাল সাড়ে ৪টার দিকে রিপোর্টার্স ইউনিটির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
 পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা সবার সাথে পরিচিতি হন এবং কুশলাদী বিনিময় করেন। সাক্ষাৎকালে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। 
 পাংশা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা উন্নয়ন সাংবাদিকতার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে। 
 এ সময় পাংশা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক মোঃ ইজাজুল হক, পাংশা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী ছাব্বির হোসেন শিমু, সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন ও মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান মিলন, দপ্তর সম্পাদক সেলিম মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, সহ-অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোঃ হেলাল শেখ এবং কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোঃ সহিদুর রহমান, শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, মোঃ ইয়াছিন শেখ ও সরদার আবু জালাল উপস্থিত ছিলেন।
 সৌজন্য সাক্ষাৎ শেষে উপজেলা পরিষদ চত্বরে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সাথে ফটোসেশনে অংশ নেয় পাংশা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ