ঢাকা বুধবার, জুলাই ৯, ২০২৫
আইএফআইসি ব্যাংক গোয়ালন্দ শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০১-০৯ ১৪:১৯:০৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
 গতকাল ৯ই জানুয়ারী বিকাল সাড়ে ৪টায় গোয়ালন্দ বাজার পোদ্দার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের নিজস্ব কার্যালয়ে থেক এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
 শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ম্যানেজার মোঃ সোহরাব হোসাইনের সভাপতিত্বে এ সময় চর বরাট শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নাজমুল হক, ব্যাংকের সহকারী ম্যানেজার হারুন-অর-রশীদ, শাখা ভবন মালিক কোমল পোদ্দারসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও কর্মচারী উপস্থিত ছিলেন। 
 অনুষ্ঠানে আগত সবাই আইএফআইসি ব্যাংকের এ ধরণের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজে বিত্তশালী অন্যদের এগিয়ে আসার আহ্বান জানান।
 আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরণের মানবিক কর্মসূচী অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন আইএফআইসি ব্যাংকের গোয়ালন্দ শাখার ম্যানেজার মোঃ সোহরাব হোসাইন।

 

পাংশার কসবামাজাইলে দু’পক্ষের গোলযোগে বসত ঘর-দোকানপাটে ভাংচুরের পর লুটপাট
পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে আঞ্জুমান-ই-কাদেরীয়ার শোক মিছিল
পাংশা উপজেলায় জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ