রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এবং বর্জ্য শূন্যতা বিষয়ক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪ই জানুয়ারী সকালে দাদশী ইউনিয়ন পরিষদের অডিটরিয়ামে ইউনিয়নে সর্বস্তরের জনগণের নিয়ে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন ।
দাদশী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোর্তজা, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন লিটন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম নুরুন্নবী, দাদশী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি টোকন মন্ডল, দাদশী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সিরাজ শিকদার, দাদশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনি মন্ডল, ইউপি সদস্য আকবর আলী শেখ, শফিকুল ইসলাম, নাজিমুদ্দিন, সংরক্ষিত নারী ইউপি সদস্য পারুল বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দাদশী ইউনিয়ন পরিষদের চত্বর থেকে পরিস্কার পরিছন্ন অভিযান এবং বর্জ্য শূন্যতা বিষয়ক র্যালী বের করা হয়।