জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ফরিদপুরে একাধিক মামলা হলেও প্রথম সারীর আসামীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন করে আল্টিমেটাম দিয়েছে ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
গতকাল ১৯শে জানুয়ারী দুপুরে শহরে পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন একটি রেস্তোরার সামনে সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে আগামী ৫দিনের মধ্যে অন্যতম আসামী গোলাম নাছিরসহ সকলকে পুলিশ গ্রেপ্তার করতে না পারলে আমরন অনশনের ঘোষণা দেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও সমন্বয়করা।
জানা যায়, শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার ঘটনায় ফরিদপুর জেলার বিভিন্ন থানায় ৬টি মামলা দায়ের করা হয়। মামলা গুলোতে এজাহারনামীয় আসামী রয়েছে ৪৭৯ জন। এছাড়া অজ্ঞাত আসামী রয়েছে ১হাজার ২৬৫ জন। এদের মধ্যে পুলিশ ৭১ জনকে গ্রেপ্তার করেছে। তবে হামলার মূল হোতারা এখনো ধরা ছোয়ার বাইরে রয়েছে। ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ফরিদপুর জেলার বাসিন্দা ৮ জন মারা যান। একজন ফরিদপুরে এবং বাকি ৭জন দেশের বিভিন্ন স্থানে হামলার শিকার হয়ে মারা যায়।
সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান, জুলাই গণঅভ্যুত্থানে ফরিদপুরে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। হামলায় ১জন নিহত এবং আহত হয় শতাধিক ছাত্র ও জনতা। আহতদের অনেকেই এখনো সুস্থ হয়ে উঠতে পারেনি। বিছানায় কাটছে আহতদের জীবন যাপন।
তারা বলেন, গত ১৬ই জানুয়ারী রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিষ্টিটিউটে একটি অনুষ্ঠানে ছাত্র-জনতা আন্দোলনে সরাসরি হামলায় অংশ নেওয়া পলাতক আসামী ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির বক্তব্য রাখেন।
ওই সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বক্তব্যটি ছড়িয়ে পড়লে বিষয়টি মেনে নিতে পারছেনা ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সমন্বয়করা। আগামী ৫ দিনের মধ্যে গোলাম মোঃ নাছিরসহ সকল আসামীদের গ্রেপ্তার করা না হলে আমরন অনশনের ঘোষনা দেন তারা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সমন্বয়ক আবরার নাদিম ইতু, সোহেল রানা, নিরব ইমতিয়াজ শান্ত, মেহেদী হাসান হৃদয়, সাজিদ খান, আবু নাঈম, জেবা অতশি, সিফাত, ওয়ালিদ, আশরাফ, তাহসিন, আশিক প্রমুখ উপস্থিত ছিলেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হামলার সাথে জড়িত রয়েছে তাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।