. রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে গতকাল ২২শে জানুয়ারী চেক ডিজঅনার মামলার ১বছরের সাজাপ্রাপ্ত আসামী ঝর্ণা আক্তারী (৩২)কে থানা পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ঝর্ণা আক্তারী দৌলতদিয়া ইউনিয়নের বরকত উদ্দিন সরদার পাড়াগ্রামের খোরশেদ আলমের কন্যা। তার মা নাজমা বাড়ীওয়ালী।
গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ আমিনুল হক জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে চেক ডিজঅনার মামলার ১বছরের সাজাপ্রাপ্ত আসামী ঝর্ণা আক্তারীকে গ্রেফতার করে গতকাল ২২শে জানুয়ারী দুপুরে রাজবাড়ী কোর্টে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
জানাযায়, রাজবাড়ী সদর উপজেলার ধুলদী কেষ্টপুর গ্রামের মোঃ বিল্লাল হোসেনের কাছ থেকে ঝর্ণা আক্তারী নগদ ৮ লক্ষ টাকা চেকের বিনিময়ে নেয়। দীর্ঘদিন পর টাকা ফেরত না দেওয়ায় বিল্লাল হোসেন রাজবাড়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে ঝর্ণা আক্তারীর বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা নং-সিআর ২১৩/২৪ এবং দায়রা মামলা নং- ৪৪৬/২৪। যুগ্ম-জেলা দায়রা জজ ১ম আদালতের বিচারক মাহমুদুল হক গত বছর ১৩ই নভেম্বর আসামী ঝর্ণা আক্তারীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। বিজ্ঞ আদালত আসামীকে ৮ লক্ষ টাকা পরিশোধের আদেশ দেন। মামলার রায়ের সময় আসামী আদালতে অনুপস্থিত ছিল।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আদালত থেকে ওয়ারেন্ট পাওয়ার দ্রুত সময়ের মধ্যে ঝর্ণা আক্তারীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।