কমরেড আনসার আলীর মৃত্যু বার্ষিকীতে গতকাল ২৩শে জানুয়ারী রাজবাড়ী শহরের বিনোদপুর নিউকলোনী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলী জানান বামদলের নেতাকর্মীরা। শ্রদ্ধাঞ্জলী শেষে এক মিনিট নীরবতা পালন করেন তারা।
শ্রদ্ধাঞ্জলী শেষে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও জেলা সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু এবং বিপ্লবী কমিউনিস্টলীগ সম্পাদক কমরেড সুশান্ত রায় বক্তব্য রাখেন।
এ সময় ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড আরবান আলী, সম্পাদক মন্ডলীর সদস্য মওলা বক্স, গোলাম কাদের, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদাৎ হোসেন, জাসদের সহ-সভাপতি দিলীপ চাকী, জাতীয় গণফ্রন্টের সম্পাদক ছমির উদ্দিন, ওয়ার্কার্স পার্টি নেতা নায়েব আলী, শফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, প্রয়াত আনসার আলীর ভাতিজা শহিদুল ইসলাম ও আতাউর রহমান ওমর প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার।
উল্লেখ্য, কমরেড আনসার আলী ২০১২ সালের ২৩শে জানুয়ারী মৃত্যুবরণ করেন। তিনি রাজবাড়ী বিড়ি শ্রমিকদের সংগঠিত করে শ্রমিক সংগঠন গড়ে তোলেন। তিনি সারাজীবন বিপ্লবী ছিলেন।