রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে গতকাল ২৩শে জানুয়ারী সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও অলিম্পিক মাশাল প্রজ্বলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শরিফুল ইসলামের সঞ্চালনায় সহকারী শিক্ষক আব্দুল খালেক, ক্রীড়া কমিটির সম্পাদক সুকুমার বিশ্বাস, সিনিয়র শিক্ষক আব্দুল মমিন সরদারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ।
জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান বলেন, আমাদের শিক্ষার কর্মকান্ড হচ্ছে তোমরা। তোমরা কোমলমতি শিক্ষার্থী, তোমরা আমাদের সন্তানতূল্য। সরকারের যে শিক্ষা সংক্রান্ত কর্মকান্ড সবই তোমাদেরকে নিয়ে। ক্রীড়া শিক্ষার একটি অংশ। আমাদের নিয়মিত শরীর চর্চা করতে হবে, খেলাধুলা করতে হবে। আমাদের নিয়মিত লেখাপড়া করতে হবে। এর পাশাপাশি আমরা শরীর চর্চা করবো, সংস্কৃতি চর্চা করবো। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন রকমের বই পড়তে হবে আমাদের।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বিদ্যালয়ের স্কাউট সদস্যদের মার্চপাষ্টের সালাম গ্রহণ করেন। এরপর দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকালে পুরস্কার বিতরণ করা হয়।