ঢাকা শনিবার, জুলাই ১২, ২০২৫
বরাট ও উড়াকান্দা বাজারে বিশেষ টাস্কফোর্স টিমের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-২৭ ১৪:০৭:৫০

 রাজবাড়ী সদর উপজেলার বরাট ও উড়াকান্দা বাজারে গতকাল ২৭শে জানুয়ারী অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৬হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স টিম। 

 জানা গেছে, বিশেষ টাস্কফোর্স টিমের অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে বরাট বাজারের গৌতম স্টোরকে ১হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং প্রদর্শন করার অপরাধে গৌরাঙ্গ স্টোরকে ৩হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উড়াকান্দা বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রিয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মনজু স্টোরকে ২হাজার টাকা জরিমানা করা হয়।

 অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সেলিম উদ্দিন ও এসআই শ্রীদাম দাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

 
কালুখালীতে ডিবির অভিযানে  বিদেশী মদসহ ১জন গ্রেপ্তার
দৌলতদিয়ায় সেই বাঁশের সাঁকোটি মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন
 পাংশায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী জাবির আব্দুল্লাহ গ্রেফতার
সর্বশেষ সংবাদ