রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক(এডিসি) মোঃ ইমরুল হাসান গত ২৭শে জানুয়ারী সকালে যোগদান করেছেন।
তার যোগদানের পর একই দিন ২৭শে জানুয়ারী অফিস আদেশে জেলা প্রশাসক সুলতানা আক্তার অতিরিক্ত জেলা প্রশাসকদের মধ্যে দায়িত্ব বন্টন করেছেন।
জেলা প্রশাসকের অফিস আদেশের প্রেক্ষিতে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমরুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) বিভাগের দায়িত্বভার গ্রহণ করেছেন।
জানা গেছে, নতুন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমরুল হাসান ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত ছিলেন। গত ২২শে ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে সিনিয়র সহকারী সচিব মোঃ ইমরুল হাসানকে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।
উল্লেখ্য, ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সুনামগঞ্জ জেলা হতে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা ডিসি অফিসসহ বিভিন্ন জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালের ১৪ই সেপ্টেম্বর তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন। ইউএনও হিসাবে মানিকগঞ্জ উপজেলায় তার প্রথম কর্মজীবন শুরু হয়।
রাজবাড়ীতে যোগদানের পর অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমরুল হাসান সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।