ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
নবাবপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-২৯ ১৪:০৩:২১

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে গতকাল ২৯শে জানুয়ারী বিকালে ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 কর্মী সম্মেলনে সোনাপুর বাজার শাখার জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ লিটন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন-অর রশীদ, বিশেষ অতিথি হিসেবে জামায়াতে ইসলামী বালিয়াকান্দি উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল হাই জোয়ার্দার, জামায়াতে ইসলামীর নবাবপুর ইউনিয়ন শাখার সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ ও নবাবপুর ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওলানা মোঃ সাইফুল্লাহ খান উপস্থিত ছিলেন। 

 এ সময় অন্যান্যের মধ্যে ইসলামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইদ্রিস আলী মিয়া, মাঝবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু তালেব, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ ইকবাল হক সোহেল, ৭নং ওয়ার্ডের সভাপতি মানিক উজ্জামান, ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ শামীম আহম্মেদ, ৬ নং ওয়ার্ডের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সোনাপুর বাজার জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল মিয়া, সৈয়দ আলী আরিফ, জামায়াতে ইসলামীর সোনাপুর বাজার শাখার সভাপতি মোঃ আলী বাবুল, মোঃ কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 

 প্রধান অতিথির বক্তব্যে হারুন-অর রশীদ বলেন, এই পৃথিবীতে আইন চলবে তার যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। আর তিনি হলেন আরশের মালিক আল্লাহ। 

 তিনি বলেন, ৫৪ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ফ্যাসিস্ট আওয়ামীগ। যতই চেষ্টা করুন আপনাদের এই দেশে আর রাজনীতি করার সুযোগ সৃষ্টি হবে না। ১৫৪ জনকে বিনা ভোটের এমপি বানিয়ে ছিলো খুনী শেখ হাসিনা।  বিগত ১৬ বছর তিন জন একসাথে বসতে পারি নাই। জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে পারলে আর কোন বৈষম্য থাকবে না।

 
পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ