রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন নির্বাচন বাতিল ও আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচন থেকে বহিস্কার করতে অবস্থান কর্মসূচী পালন করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
গতকাল ২৯শে জানুয়ারী দুপুরে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করে তারা।
এ সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বার এসোসিয়েশনের ১নম্বর ভবনের সামনে অবস্থান নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এডঃ অশোক কুমার সাহার কাছে ফ্যাসিস্ট সরকারের দোসর আওয়ামীপন্থী প্রার্থীদের নির্বাচন থেকে বহিষ্কার ও নির্বাচন বাতিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আহবান জানান। এ নির্বাচন বাতিল না করা হলে বার এসোসিয়েশনসহ আদালত বন্ধ ঘোষণা করা হবে বলে জানান তারা।
এর আগে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) ও বার এসোসিয়েশন নির্বাচনের বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেলের সেক্রেটারী প্রার্থী এডঃ আব্দুর রাজ্জাক-২ এর সাথে সাক্ষাৎ করেন।
এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে বার এসোসিয়েশনের নির্বাচন থেকে আওয়ামীপন্থী আইনজীবীদের বহিষ্কার করে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার দাবী জানান।
এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আসামী হওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোসররা হাইকোর্ট থেকে জামিন পাওয়ায় তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) এডঃ আব্দুর রাজ্জাক-২ বলেন, আগামীকাল বার এসোসিয়েশনের নির্বাচন। এ নির্বাচন বাতিল করা এখন আমার কোন এখতিয়ার নাই। তফসিল ঘোষণার পর থেকে আমাদের আর কোন কমিটি নেই। সবকিছুই এখন নির্বাচন কমিশনারের হাতে। নির্বাচন কমিশনার রয়েছেন তিনজন তারা এখন এর সঠিক সিদ্ধান্ত দিতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্য্য, মীর মাহমুদ সুজন, এইচ এম হাসিবুল ইসলাম, সাইদুজ্জামামন সাকিব, রাজিব মোল্লা, আমিরুল, মাহাদি রাকিবুল ইসলাম, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, শান্ত, সাব্বির, আফরিন লিমা, ইমন, সুমন মন্ডল, রাশেদুল ও আব্দুল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বার এসোসিয়েশন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এডঃ অশোক কুমার সাহা বলেন, আমাদের সদস্য যারা তারা সবাই বারের আইনজীবী। এখানে সমন্বয় পরিষদ ও ঐক্যজোটের প্যানেল রয়েছে। বারের নির্বাচনে আওয়ামীপন্থী কোন প্রার্থী বা প্যানেল নাই। আওয়ামীপন্থী বলতেও কেউ নাই বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কথা শুনলাম। তাদের দাবী দাওয়া সম্পর্কে আমরা নির্বাচন কমিশনার বসে আলোচনা করবো।