ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
রাজবাড়ীতে নিরাপদ অভিবাসন দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১২ ১৪:৫৩:২৮

“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে রাজবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ১২ই ফেব্রুয়ারী বেলা ১১টায় রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের(টিটিসি) দ্বিতীয় তলার হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

 রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের(টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।

 রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রাণী মজুমদার।

 সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মদ।

 এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ, রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মোঃ মামুন আক্তার, ইন্সট্রাক্টর মোঃ মাহবুবুল আলম, ইন্সট্রাক্টর মোঃ নূর ইসলামসহ বিভিন্ন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, তুমি এবং তোমরা যারা বিদেশে যেতে চাও তারা প্রপার রিক্রুটিং এজেন্সির সন্ধান করতে হবে। কোন ধরণের দালাল চক্রের খপ্পরে পড়া যাবে না। তোমরা সবাই এখন স্মার্ট। তোমাদের সবার হাতে এখন স্মার্ট ফোন আছে। তোমাদের স্মার্টফোনের মাধ্যমে এক ক্লিকেই তোমরা চলে যেতে পারবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। সেখানে গিয়ে তোমরা বিভিন্ন রিক্রুটিং এজেন্সির লিস্টগুলো দেখতে পারবে। সেখানে ফোন নম্বর আছে ফোন নম্বর নিয়ে তোমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবে তোমরা যারা বাইরে যেতে চাও। তোমরা এখানে বেশিরভাগ তিনমাস বা ছয় মাস মেয়াদী বিভিন্ন ট্রেনিং নিচ্ছো। তোমরা যারা ট্রেনিং নিতে এখানে আসছো তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা জীবনে স্বাবলম্বী হতে চাও। আমাদের ছোট্ট একটা দেশ। আমাদের রিসার্চও কম। আমাদের জনসংখ্যা অনেক বেশি। আমাদের ছোট্ট একটি দেশে আমরা দেখে বেঁচে আছি এটা আল্লাহতালার একটি অশেষ রহমত। 

 তিনি আরও বলেন, তোমরা এখানে যতদিন ট্রেনিং করবে খুব মনোযোগ দিয়ে ট্রেনিং করবে। ট্রেনিং করে কিছু শিখতে পারলেই সেটাই তোমাদের অর্জন। কিছু শিখে গিয়ে তোমরা দেশে কিছু পারবে অথবা বাহিরের দেশে গিয়ে কিছু করতে পারবে। যারা বিনা প্রশিক্ষণে বিদেশে যায় তারা ভালো কোন কাজ পায় না। কিন্তু যারা দেশ থেকে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে যায় তারা বাহিরের দেশে ভালো কাজের সুযোগ পায়। সে ক্ষেত্রে তোমরা এখানে যারা ট্রেনিং করছো তোমাদের জন্য রয়েছে অপার সুযোগ। তোমরা এই অভিজ্ঞতা অর্জন করে দেশে কিছু করতে পারবা অথবা বিদেশেও গিয়ে কিছু করতে পারবা। তাই তোমরা মনোযোগ দিয়ে ট্রেনিং টা সম্পন্ন করবে এবং এই ট্রেনিং সম্পর্কে তোমরা তোমাদের আশেপাশের লোকজনকে জানাবে। তাদেরকেও উৎসাহিত করবে এই প্রশিক্ষণ নেওয়ার। বর্তমান দেশ কারিগরি ভিত্তিক দেশ। কারিগরি শিক্ষার বাইরে কোন উন্নতি করা সম্ভব নয়। তাই আমাদেরকে কারিগরি শিক্ষা শিক্ষিত হতে হবে।

 আলোচনা সভা শেষে জেলা প্রশাসক সুলতানা আক্তার টিটিসির বিভিন্ন প্রশিক্ষণ কক্ষ ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

রাজবাড়ীতে জেলা যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শওকত হাসান গ্রেপ্তার
দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে রাজবাড়ী-২ আসনে বিএনপি’র রাজনীতিতে সরব সাবেক এমপি সাবু
রাজবাড়ীতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা
সর্বশেষ সংবাদ