ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
আওয়ামীলীগ যে গণহত্যা চালিয়েছে তার বিচা ছাড়া দেশের মানুষ তাদের আর দেখতে চায় না----খৈয়ম
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০২-১৩ ১৫:২৭:২৬

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আওয়ামী লীগ আর দেশে ফিরবে না। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, তারা আর জনগণের কাছে ফিরতে পারবে না। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, তারা আর স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে বরদাস্ত করবে না।’ আওয়ামী লীগ দেশে যে গণহত্যা চালিয়েছে তার বিচার ছাড়া দেশের মানুষ তাদের আর দেখতে চায় না। অবশ্যই দেশের মাটিতে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগ আমাদের লাখ লাখ নেতাকর্মীদের ওপর অত্যাচার, অবিচার করেছে। 
 গতকাল ১৩ই ফেব্রুয়ারী বিকালে গোয়ালন্দ শহরের শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গোয়ালন্দ উপজেলা, পৌর ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকা কালীন সময়ে  রাজবাড়ীতে ছয় বারের এমপি কাজী কেরামত কি উন্নয়ন করেছে? হাজার হাজার মানুষের কাছ থেকে চাকরি দেবার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আমি আড়াই হাজার ছেলে মেয়েকে চাকরি দিয়েছি কেউ বলতে পারবে না এককাপ চা খেয়েছি। ছয় টার্মে ক্ষমতায় থাকাকালীনে রাজবাড়ীতে লুটপাট করেছে কাজী কেরামত ও কাজী ইরাদত। আপনারা দেখেন শেখ হাসিনা আজ কোথায়? তার কর্মের ফল কিন্তু সে পেয়ে গেছে। দেশটাকে লুটপাট করে তাকে চোরের মতো পালিয়ে যেতে হয়েছে। তার থেকেই প্রমাণ হয় অন্যায় কখনো আল্লাহ পছন্দ করেন না। ফ্যাসিস্ট  আওয়ামী প্রতিটি নির্বাচনেই দিনের ভোট রাতে দিয়েছে। মানুষের ভোটের অধিকার হরন করেছে। 
 তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন, তাই সামনে আমাদের অনেক কাজ। সকল ভেদাভেদ ভুলে সবাই একত্রিত হয়ে রাজবাড়ী জেলাসহ গোয়ালন্দকে এগিয়ে নিতে যেতে হবে। 
 গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ রুস্তম মোল্লার সভাপতিত্বে জনসভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব এবিএম মুঞ্জুরুল আলম দুলাল, জেলা আহ্বায়ক কমিটির সদস্য এডঃ মাহবুবুল রহমান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী আহসান হাবীব, বিএনপি নেতা অর্ণব নেওয়াজ হৃষিত, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, জেলা যুব দলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা শ্রমিক দলের সভাপতি আঃ গফুর মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার প্রিয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফারুক দেওয়ান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদসহ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক
রাজবাড়ীতে লোকজ মেলায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার
সর্বশেষ সংবাদ