রাজবাড়ী জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির যৌথ আয়োজনে গতকাল ১৩ই ফেব্রুয়ারী সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর নুরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
রাজবাড়ী টিআইবির ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মাসুদুর রহমানের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) নাদিয়া জুঁই, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ও বিভিন্ন সেশন পরিচালনা করেন টিআইবির ক্লাস্টার কো-অর্ডিনেটর মোঃ আতিকুর রহমান।
কর্মশালায় জাতীয় শুদ্ধাচার কৌশলের গুরুত্ব, প্রেক্ষাপট, অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানসমূহ বাস্তবায়নের প্রধান টুলস এবং টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা, গুরুত্ব, উপাদানসমূহ ও দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠায় টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬ এর প্রয়োগ কৌশল, বাস্তবায়নে প্রতিবন্ধকতা এবং করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেন এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে সরকারী এবং বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণের বিদ্যমান ধারণা এবং জ্ঞান আরও সমৃদ্ধ হবে।
তিনি এ কর্মশালার মাধ্যমে প্রণয়নকৃত কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণেরও প্রতিশ্রুতি প্রদান করেন।
এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক এসএম আল কামাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ হোসেন শহীদ সরোওয়ার্দী, রাজবাড়ী ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম হাফিজুর রহমান, রাজবাড়ী অঞ্চলের পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল আলম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রাকিবুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন মন্ডল, রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার তাহমিদা খানম, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম আহম্মদ, রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এমএ শামীম, রাজবাড়ী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অঃ দাঃ) ডাঃ এ এইচ মুহাম্মাদুল্লাহ, রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মামুন অর রশিদসহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগণ, দুর্নীতি বিরোধী প্রায় অধিকাংশ সরকারী দপ্তরের কর্মকর্তা এবং বেসরকারী সংস্থার কর্মকর্তা, রাজবাড়ী সচেতন নাগরিক কমিটি ও টিআইবি সদস্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন।