ঢাকা বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
বালিয়াকান্দির জামালপুরে ইট বোঝাই ট্রাক্টরের চাপায় কলেজ প্রভাষক নিহত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১৬ ১৪:০৮:৩০

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর-বালিয়াকান্দি সড়কে গতকাল ১৬ই ফেব্রুয়ারী বিকাল ৪টায় দুর্গাপুর আখ সেন্টারের সামনে ইট বোঝাই ট্রাক্টর চাপায় জামালপুর ডিগ্রী কলেজের প্রভাষক হাসিবুল ইসলাম বুলবুল(৫২) নিহত হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন নামে অপর এক কলেজ প্রভাষক আহত হয়েছে। 

 এ ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসলে তাদেরকে ধাওয়া দেওয়া হয়। এ সময় বিক্ষুব্ধরা সড়কে গাছের গুড়ি ফেলে মধুখালী-বালিয়াকান্দি সড়ক তিন ঘন্টা অবরোধ করে রাখে।

 নিহত হাসিবুল ইসলাম বুলবুল একই উপজেলার জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামের মৃত ইউছুফ সেখের ছেলে ও তিনি জামালপুর কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

 জামালপুর ডিগ্রী কলেজের প্রভাষক মীর মনিরুজ্জামান বাবু বলেন, প্রভাষক বুলবুল জামালপুর বাজার থেকে বাজার শেষ করে মোটর সাইকেলে বাড়ীতে যাচ্ছিল। এ সময় তার পেছনে আমাদের কলেজের আরেক শিক্ষক জাহাঙ্গীর হোসেন বসে ছিলেন। আখ সেন্টারের সামনে দিয়ে যাওয়ার পথে ভ্যানের সাইড দিতে গেলে পিছন থেকে ইট বোঝায় একটি ট্রাক্টর মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাসিবুল ইসলাম বুলবুল নিহত হয়। এ সময় জাহাঙ্গীর হোসেন মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়দের সহায়তার তাদের ২জনকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, ট্রাক্টর চাপায় কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

 
 জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীতে বিএনপির প্রার্থী খৈয়মের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
 বালিয়াকান্দিতে হারুনকে নিয়ে কটুক্তির প্রতিবাদে কালুখালীতে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা
 পাংশায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা
সর্বশেষ সংবাদ