ঢাকা মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
কালুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-২৫ ১৪:১৬:৫৮

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৫শে ফেব্রুয়ারী র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।  

 দিবসটি উপলক্ষে সকালে র‌্যালীটি কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে থানা সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

 পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।

 সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামস্ শাহাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ বাকী বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন-আরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দিন ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান বক্তব্য রাখেন।

 এছাড়াও সভায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মুনির হোসেন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রহমানসহ উপজেলার অন্যান্য অফিসারবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

 

গোয়ালন্দের দেবগ্রামে পদ্মা নদীর ভাঙ্গনরোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ
গোয়ালন্দে প্রবাসী ফোরামের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ
পাংশায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনালে বাহাদুরপুর বিজয়ী
সর্বশেষ সংবাদ