রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গতকাল ২৫শে মার্চ পাংশা সরকারী কলেজ মাঠে দোয়া ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ এ.আর মাহমুদুল হক রোজেনের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আরিফুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু বক্তব্য রাখেন।
তিনি বলেন, আপনাদের সকলের পরিশ্রমের ফসল, সকলের দোয়া ও আল্লাহর অশেষ রহমত আমার মাথার উপর আছে। তাই আমি আপনাদের মাঝে চলে আসতে পেরেছি। তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে রাজবাড়ী-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
তিনি বলেন, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু একজন ভালো মানুষ। তিনি এই এলাকার মাটির মানুষ। এই এলাকার ধুলো-মাটির সাথেই তিনি বেড়ে উঠেছেন। তিনি একজন ভালো মানুষ বলেই আমি তার সাথে আছি।
বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আরো বলেন, রাজনীতিতে গুন্ডামী, চাঁদাবাজী, মস্তানী ঢুকে পড়েছে। রাজনীতিতে ভালো মানুষের খাবই অভাব। তাই নাসিরুল হক সাবুর মতো ভালো মানুষের প্রয়োজন অনুভব করি। বিএনপি নেতা মরহুম আব্দুল আজিজ সরদার ও আকবর আলী সহ প্রয়াত বিএনপির নেতৃবৃন্দের তিনি স্মরণ করেন।
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আগামীতে সুষ্ঠু নির্বাচনে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করণে দলীয় নেতাকর্মীদের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য সদরুল আমিন হাবিব, সুপ্রিম কোর্টের সহকারী এ্যাটর্নি জেনারেল ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী দলের কোষাধ্যক্ষ এডভোকেট এস.এম মোক্তার কবির নান্নু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াকান্দি সদর ইউপির সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খান মোঃ আইনুল হাবিব, কালুখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও কালিকাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ সুরুজ আলী মুন্সী, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ, রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মাসুদ, কালুখালী উপজেলা যুবদলের সভাপতি মোঃ জিল্লুর রহমান ও কালুখালী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমূখ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস মোল্লা।
পাংশা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক টুকু, কালুখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান আলী মাস্টার, কালুখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মসলেম উদ্দিন মিয়া, কালুখালী উপজেলা বিএনপির নেতা জিয়াউর রহমান জিরু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল ওহাব মন্ডল, কালুখালী উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আনিসুর রহমানসহ পাংশা উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সকল সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু দীর্ঘদিন চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা পাংশার নিজ বাসভবনে ফিরছেন। সকাল ১১টায় নেতাকর্মীরা বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাকে বরণ করে দুপর দেড়টার দিকে পাংশা শহরে প্রবেশ করেন। সাবেক এমপি নাসিরুল হক সাবু দীর্ঘদিন ঢাকা ও ভারতের চেন্নাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পাংশা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম বলেন- সাবেক এমপি মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু তৃণমূল বিএনপির প্রাণভ্রমরা, রাজবাড়ী-২ আসনের বিএনপি মানেই নাসিরুল হক সাবু তার হাতে গড়া দল। আমাদের রাজনৈতিক আমাদের মাঝে ফিরে আসায় আমরা আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করছি।
বিএনপির নেতাকর্মীরা জানায়, দীর্ঘদিন গুরুতর অসুস্থতার করণে রাজবাড়ী-২ আসনের রাজনীতির মাঠে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু অনুপস্থিত ছিলেন। সুস্থ্য হয়ে এলাকায় ফিরে তিনি গতকাল মঙ্গলবার পাংশা সরকারী কলেজ মাঠে দোয়া ও বিশাল ইফতার মাহফিলে যোগদান করে রাজবাড়ী-২ আসনে বিএনপির রাজনীতিতে চমক সৃষ্টি করেছেন।