ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
পাংশায় থানা পুলিশের অভিযানে মাদক বিক্রেতাসহ পৃথক মামলায় গ্রেফতার-৩
  • মোক্তার হোসেন
  • ২০২০-১১-০৭ ১৫:৪২:৩৫
রাজবাড়ী ডিবির একটি দল গত ৬ই নভেম্বর রাত পৌনে ৮টার দিকে কালুখালী উপজেলার বি-কয়া চারাখালী গ্রামে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ও ২রাউন্ড কার্তুজসহ জিয়ারুল ইসলাম জিরুলকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা থানা পুলিশ গতকাল শনিবার ৭ই নভেম্বর পৃথক অভিযান চালিয়ে মিলন হোসেন(১৯) নামের ১জন মাদক বিক্রেতাসহ পৃথক মামলার ৩জন আসামীকে গ্রেফতার করেছে।
  জানা যায়, পাংশা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাহাদাত হোসেনের নেতৃত্বে এসআই আব্দুল কাদেরসহ সঙ্গীয় পুলিশ শনিবার সকাল ৭টার দিকে বাবুপাড়া ইউপির চৈতাগ্রামে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মিলন হোসেনকে গ্রেফতার করে। সে চৈতাগ্রামের মান্নান শেখের ছেলে। এ ব্যাপারে এসআই আব্দুল কাদের বাদী হয়ে মিলন হোসেনের বিরুদ্ধে পাংশা থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ৫, তারিখ ৭/১১/২০২০ইং।
  এছাড়াও এসআই ননী গোপাল সরকারসহ সঙ্গীয় পুলিশ শনিবার সকাল ১১টার দিকে মৌরাট ইউপির পূর্ব বাগদুলী গ্রামে অভিযান চালিয়ে মারামারি মামলার ২জন আসামী আপলে অরফে রাজ্জাক শেখ(৪৫) ও তার ছেলে রাজিব শেখ (১৮)কে গ্রেফতার করে।
  পাংশা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাহাদাত হোসেন আসামীদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

মহান মে দিবস উপলক্ষ্যে পুলিশ সুপারের বাণী
নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে রাজবাড়ীর পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
সর্বশেষ সংবাদ