পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ায় বসবাসরত নারীদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ সময়ে পল্লীর ৫০ বছরের উর্ধ্বে ১২০ যৌনকর্মীর মাঝে ১হাজার করে নগদ টাকা উপহার দেয়া হয়েছে।
গতকাল ২৮শে মার্চ সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে ও গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদ উপলক্ষে এমএমএস(মুক্তি মহিলা সমিতির) হলরুমে এ উপহার প্রদান করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে এ সময় মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলাম ও মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর মোঃ আতাউর রহমান মঞ্জুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপহার পাওয়া যৌনকর্মী রাবেয়া আক্তার বলেন, “প্রায় ৩৫ বছর ধরে এই যৌনপল্লীতে আছি। বেশ কয়েক বছর ধরে মানবেতর জীবন যাপন করছি। অনেক সময় আমাকে না খেয়ে দিন কাটাতে হয়েছে। জেলা প্রশাসনের এই সহযোগিতায় আমার ঈদের আনন্দ বেড়ে গেল।”
উপহার বিতরণের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, “সবার মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের উদ্যোগে এ উপহার বিতরণ করা হয়েছে। আশা করছি এ সহায়তা পেয়ে যৌনপল্লীতে বসবাসরত ৫০ বছরের উর্ধ্বে ১২০ জনের কিছুটা উপকার হবে। আমাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”