ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
বালিয়াকান্দির নলিয়া জামালপুর থেকে গাঁজা ও ফেনসিডিলসহ বিক্রেতা গ্রেপ্তার
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২০-১১-১০ ১৫:৫০:৪৯
বালিয়াকান্দি থানা পুলিশ গতকাল ১০ই নভেম্বর বিকালে অভিযান চালিয়ে নলিয়া গ্রামের নিজ বাড়ী থেকে ১০ কেজি গাঁজা ও ২৪০ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আলেক শেখকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের নিজ বাড়ী থেকে ১০ কেজি গাঁজা ও ২৪০ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আলেক শেখ(৪০) গ্রেফতার হয়েছে।
  গতকাল ১০ই নভেম্বর বিকালে ওসি মোঃ তারিকুজ্জামানের নেতৃত্বে বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে উল্লেখিত মাদক ছাড়াও মাদক বিক্রির ২০ হাজার ৬৮৫ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলেক শেখ নলিয়া জামালপুর গ্রামের মজিবর শেখের ছেলে।
  ওসি মোঃ তারিকুজ্জামান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই জাহিদুল ইসলাম ও এসআই ফায়জুর খানসহ ফোর্স নিয়ে নলিয়া জামালপুর গ্রামস্থ কুখ্যাত মাদক ব্যবসায়ী আলেকের বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় তার বসত ঘরের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১০ কেজি গাঁজা, ২৪০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রিত ২০ হাজার ৬৮৫ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।
  এ ঘটনায় গ্রেফতারকৃত আলেক শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে রাজবাড়ীর পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ