রাজবাড়ী ডিবির অভিযানে সদর হাসপাতালের অভ্যন্তরের নির্মাণাধীন ৬তলা ভবনের সামনে থেকে ৪১পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও বেশ কয়েকটি মামলার আসামী পলাশ বিশ্বাস(৩০) গ্রেফতার হয়েছে।
গত ১১ই নভেম্বর দিবাগত রাত সোয়া ১২টার দিকে ডিবির ওসি ওমর ফারুকের নেতৃত্বে এসআই বদিয়ার রহমান এবং এএসআই নাজমুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাজবাড়ী সদর হাসপাতালের অভ্যন্তরের নির্মাণাধীন ৬তলা ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পলাশ বিশ্বাস সজ্জনকান্দা গ্রামের টাবলু বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় গ্রেফতারকৃত পলাশ বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় ডিবি’র পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১২ই নভেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।