রাজবাড়ীতে এনসিটিএফ শিশু অধিকার, জাতিসংঘ শিশু অধিকার সনদ, শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, নেতৃত্ব ও অ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে।
গতকাল ১লা সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে এনসিটিএফ জেলা কমিটির নবনির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন এনসিটিএফ রাজবাড়ী জেলা ভলেন্টিয়ার সাদমান সাকিব রাফি ও জেলা সভাপতি মৃদুল ও সাধারণ সম্পাদক সানজিদা।
উল্লেখ্য, গত ৩১শে আগস্ট এই প্রশিক্ষণ শুরু হয়।