ঢাকা মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
রাজবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদর উপজেলা বিএনপির শোভাযাত্রা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৯-০১ ১৫:০৯:৩৫

 রাজবাড়ীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী করেছে সদর উপজেলা বিএনপি।
 গতকাল ১লা সেপ্টেম্বর বিকেল সোয়া ৪টায় শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠ থেকে র‌্যালীটি বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। 
 এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম খান রেজা, যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী মোল্লা, উপজেলা বিএনপি নেতা শাহাদাত হোসেন মিল্টন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন শিকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
 পরে জেলা বিএনপি আয়োজিত আনন্দ র‌্যালীতে অংশ নেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

 

 গোয়ালন্দের অন্তার মোড়ে পদ্মার ভাঙ্গন স্থানে ফেলা হচ্ছে বালু ভর্তি জিও ব্যাগ
বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে কবর দিয়ে গেছে শেখ হাসিনা----আসলাম মিয়া
 গোয়ালন্দ মোড়ে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
সর্বশেষ সংবাদ