ঢাকা মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী শহরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৯-০১ ১৫:১৩:৪০

 উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনে রাজবাড়ীতে গতকাল ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
 এ উপলক্ষ্যে সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিনের কর্মসূচীর সূচনা হয়।
 এরপর বিকেলে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পান্না চত্বর এলাকা প্রদক্ষিণ করে আবার আজাদী ময়দানের আমতলায় সমাবেশে মিলিত হয়।
 সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টুর সঞ্চালনায় জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলম বক্তব্য রাখেন।
 এ সময় রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুর রব, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম খান, সদর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, বিএনপি নেতা শাহাদাত হোসেন মিল্টন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিঃ আমিনুর রহমান ঝন্টু, যুবদল নেতা মাসুদুর রহমান লাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের জেলা সভাপতি মহ্ববত হোসেন খোকন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিনসহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
 আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন। তাই এদেশের মানুষের ভালবাসার আঙিনা বিএনপি আর ভালবাসার প্রতীক ধানের শীষ। 
 বক্তার আরো বলেন, সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারীর প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সবাইকে সজাগ থাকতে হবে। দেশে আর কোনো অবস্থাতেই স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে আগামী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
 তারা বলেন, নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমাদের রুখতে হবে। আমরা রাজবাড়ী জেলা বিএনপির সবাই ঐক্যবদ্ধ আছি। যারা ভাবছেন আমাদের মধ্যে ঐক্য নেই, তারা ভূল ভাবছেন। আমরা সকল প্রকার ষড়যন্ত্র ঠেকাতে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।
 এর আগে সকালে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
 এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এডঃ আসলাম মিয়া, সদস্য সচিব এডঃ কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রব শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কাশেমসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী শহরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী অনুষ্ঠিত
রাজবাড়ী শহরে ডেঙ্গু রোগী বাড়লেও মশা নিধনে পৌরসভার কার্যকরী পদক্ষেপ নেই
টাইফয়েড ভ্যাকসিনের মাধ্যমে বড় ধরণের একটি রোগ থেকে সুরক্ষিত থাকবে বাচ্চারা---সিভিল সার্জন
সর্বশেষ সংবাদ