সাউথইস্ট ব্যাংক পিএলসি রাজবাড়ী শাখার ৪র্থ ব্যবস্থাপক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ মাফিজুল ইসলাম। গত ২৭শে আগস্ট ডেপুটেশন প্রত্যাহার হওয়ায় তিনি পূর্ণাঙ্গ ব্যবস্থাপক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের গত ১২ই আগস্ট এক অফিস আদেশে সাউথইস্ট ব্যাংক পিএলসি রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমানকে বরিশাল শাখায় বদলি করা হয় এবং একই অফিস আদেশে ফরিদপুর শাখার এক্সিকিউটিভ অফিসার(ম্যানেজার অপারেশন) মোহাম্মদ মাফিজুল ইসলামকে ডেপুটেশন রাজবাড়ী শাখার পদায়ন করা হয়।
গত ১৩ই আগস্ট পূর্বাহেৃ মোহাম্মদ মাফিজুল ইসলাম রাজবাড়ী শাখায় যোগদান করে বিদায়ী ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।
নবাগত ম্যানেজার মোহাম্মদ মাফিজুল ইসলাম রাজবাড়ী শাখায় গ্রাহক সেবার মানোন্নয়নসহ আধুনিক ব্যাংকিং কার্যক্রম আরো গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান।
জানা গেছে, সাউথইস্ট ব্যাংক পিএলসি রাজবাড়ী শাখার নতুন ব্যবস্থাপক মোহাম্মদ মাফিজুল ইসলামের চাকুরী জীবন শুরু হয় ২০০৭ সালের ২৫শে জানুয়ারী ঢাকার এলিফ্যান্ট রোড শাখার অফিসার পদে। একই পদে তিনি ঢাকার প্রগতি স্মরণী শাখা ও উত্তরা শাখায় কর্মরত ছিলেন। ২০১৪ সালের ১১ই ডিসেম্বর তিনি সিনিয়র অফিসার পদে রাজবাড়ী শাখায় যোগদান করেন। এরপর পদোন্নতি পেয়ে ২০২২ সালের ১৯শে মে পর্যন্ত এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এরপর ফরিদপুর শাখায় ম্যানেজার অপারেশন পদে যোগদান করে চলতি বছরের ১২ই আগস্ট পর্যন্ত সেখানে ছিলেন। পরে গত ১৩ই আগস্ট তিনি ডেপুটেশনে ফরিদপুর শাখা থেকে রাজবাড়ী শাখার ম্যানেজার পদে যোগদান করেন। পরে গত ২৭শে আগস্ট তিনি রাজবাড়ী শাখার পূর্ণাঙ্গ ম্যানেজার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
গত ২৮শে আগস্ট নবাগত ব্যবস্থাপক মোহাম্মদ মাফিজুল ইসলামকে ফুল দিয়ে বরণ করেন রাজবাড়ী শাখার ম্যানেজার(অপারেশন) মাছুরা আক্তার, অফিসার মুহাম্মদ আসাদুজ্জামান, অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, অ্যাসিস্ট্যান্ট অফিসার জাভেদ হোসেন, জুনিয়র অফিসার(ক্যাশ) রাইসুল ইসলাম, জুনিয়র অফিসার(ক্যাশ) বিনোদ কুমার সরকার ও অ্যাসিস্ট্যান্ট অফিসার(ক্যাশ) তাজমেরী মতিন।
উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত সাউথ ইস্ট ব্যাংকের রাজবাড়ী শাখা চালু হয় ২০১৪ সালে। রাজবাড়ী শাখা চালু হওয়ার পর থেকে ২০১৪ সালের ১১ই ডিসেম্বর থেকে ২০২০ সালের ৯ই জানুয়ারী পর্যন্ত এভিপি মোঃ শাহাদত হোসেন, ২০২০ সালের ১০ই জানুয়ারী থেকে ২০২৩ সালের ২রা নভেম্বর পর্যন্ত এভিপি মোহাম্মদ মুরাদ রহমান ও ২০২৩ সালের ৩রা নভেম্বর থেকে ২০২৫ সালের ১৩ই আগস্ট পর্যন্ত এভিপি মোঃ জিয়াউর রহমান ম্যানেজার পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।