রাজবাড়ীতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জেলা সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও আহ্বায়ক কমিটির পরিচিতি সভা গতকাল ১লা সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতির রাজবাড়ী জেলার আহ্বায়ক ও আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীবের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় রাজবাড়ী সদর উপজেলা শিক্ষক প্রতিনিধি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম শেখ, ডাঃ এ ওয়াহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ বিশ্বাস, আল গাজ্জালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম মোল্লা, অংকুর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুর রউব হিটু, রাজা সূর্য কুমার ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, চরজৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, সূর্য্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সালাম বিশ্বাস, পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি ও এ জেড এম ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী শেখ, সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক ও খাগজানা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান, বালিয়াকান্দি উপজেলা শিক্ষক প্রতিনিধির মধ্যে বালিয়াকান্দি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, আমতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলিম, বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনিরুল আজম মুন্নু, গোয়ালন্দ উপজেলার শিক্ষক প্রতিনিধির মধ্যে জামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া, আঃ হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, চৌধুরী মাহাবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম আলী ঢ দৌলতদিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদ উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রস্তুতিমূলক সভার সভাপতি গাজী আহসান হাবিব বলেন, আগামী ২৫ তারিখের মহাসম্মেলন মহাসমাবেশে পরিণত করতে হবে। সারা দেশের মধ্যে রাজবাড়ীর সকল শিক্ষক ঐক্যবদ্ধ আছেন এটার প্রমাণ দিতে হবে এবং স্মরণকালের একটি বড় ধরনের সমাবেশ করতে হবে।
তিনি বলেন, জেলা সম্মেলনের আগেই রাজবাড়ী জেলা সম্মেলনকে সফল করার জন্য রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে এবং জেলা সম্মেলনকে সফল ও স্বার্থক করে তুলতে হবে।
এই সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, মহাসচিব অধ্যক্ষ মোঃ জাকির হোসেনসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।