রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বর্ণাঢ্য আয়োজনে গতকাল ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বিকেলে রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আয়োজনে গোয়ালন্দ মোড় বিএনপির আঞ্চলিক কার্যালয় থেকে একটি বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এডঃ মোঃ আসলাম মিয়া।
এ সময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান, যুগ্ম-আহ্বায়ক রফিকুল আলম চৌধুরী, সাবেক আহ্বায়ক দুলাল চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গোয়ালন্দ মোড়ে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ আসলাম মিয়া বলেন, ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। সেই থেকে এই দলের নেতাকর্মীরা আজ পর্যন্ত দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের কান্তিকালে ও বন্যা জলোচ্ছ্বাস এবং মহামারীতে সহযোগিতার হাত বাড়িয়ে ঝাঁপিয়ে পড়েন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যায়। আগামী নির্বাচনে দল ক্ষমতায় এলে এদেশে ব্যাপক উন্নয়ন হবে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।