ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ীতে এসএসসি-৯৪ ব্যাচের উদ্যোগে শীতবস্ত্র-খাদ্য দ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২০-১১-২০ ১৩:৫৯:৫৬
রাজবাড়ীতে এসএসসি-১৯৯৪ ব্যাচের উদ্যোগে গতকাল ২১শে নভেম্বর সকালে ৫০টি দরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র, খাদ্যদ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে এসএসসি-১৯৯৪ ব্যাচের উদ্যোগে ৫০টি দরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র, খাদ্যদ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। 
  গতকাল ২১শে নভেম্বর সকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই শীতবস্ত্র(চাদর), খাদ্যদ্রব্য (চাল, ডাল, তেল) ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (ভ্যাসলিন, সাবান, মাস্ক) বিতরণ করা হয়। 
  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. ফকীর আব্দুর রশিদ, অন্যান্যের মধ্যে প্রাক্তন জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার দাস, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস, পাখিপ্রেমী সৈয়দ সালেহীন পাপুনসহ এসএসসি-১৯৯৪ ব্যাচের সদস্যরা উপস্থিত ছিলেন। 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ