রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের নারায়নপুর কলেজ পাড়ায় নিজ বাড়ীতে গত ৪ঠা নভেম্বর রাত সাড়ে ১১টায় বার্ধক্যজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শরীফ কায়কোবাদ(৮৩) ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল ৫ই নভেম্বর দুপুর ১২টায় পাংশা সরকারী কলেজ মাঠে তার গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে পাংশা সরকারী কলেজ মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।
পাংশার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে গার্ড অব অনার পরিচালিত হয়। পাংশা মডেল থানা পুলিশের সমন্বয়ে গার্ড অব অনার পরিচালনা করেন রাজবাড়ী পুলিশ লাইন্সের এএসআই গোলাম মোস্তফা। গার্ড অব অনারের আগে বীর মুক্তিযোদ্ধা শরীফ কায়কোবাদের কফিনে পাংশা উপজেলা প্রশাসন ও পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং উপস্থিত মুক্তিযোদ্ধাগণ পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
জানাযা নামাজের আগে বীর মুক্তিযোদ্ধা শরীফ কায়কোবাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পাংশার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, রাজবাড়ী-২ আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন মিয়া, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্দুস সাত্তার, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ও মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ আলিমুজ্জামান ও মরহুম বীর মুক্তিযোদ্ধা শরীফ কায়কোবাদের পুত্র, সোনালী ব্যাংক কশবামাজাইল শাখার সেকেন্ড অফিসার শরীফ রাসেল শাহরিয়ার পলাশ বক্তব্য রাখেন। জানাযার নামাজে ইমামতি করেন পাংশা সরকারী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও পাংশা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস মোল্লা।
পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার, শমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কালাম আজাদ, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম মনোয়ারুল ইসলাম, পাংশা উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দার, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সিনিয়র সহ-সভাপতি কবি মোল্লা মাজেদ, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের দপ্তর সম্পাদক কবি মোঃ এবাদত আলী সেখ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন জানাজার নামাজে অংশ গ্রহণ করেন। বিকাল সাড়ে ৩টায় কশবামাজাইল ইউপির সলুয়া গ্রামের বাড়ীতে দ্বিতীয়বার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
জানা যায়, শরীফ কায়কোবাদ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির সলুয়া গ্রামে ১৯৪৩ সালের ২০শে এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি বিজ্ঞান মনোস্ক কবি ও প্রাবন্ধিক ছিলেন। ২০১৫ সালে তার রচিত সাত রঙা ফুল ও ২০১৯ সালে ছাড়ায় ছড়ায় বাংলাদেশ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। বাংলাদেশ ও ভারতের নির্বাচিত কবিদের সমন্বয়ে প্রকাশিত বেশ কয়েকটি যৌথকাব্যগ্রন্থে তার কবিতা স্থান পেয়েছে। স্কুল জীবন থেকেই সাহিত্যের প্রতি অনুরাগী ও লেখালেখির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ এবং মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা ছিলেন।
শরীফ কায়কোবাদ ১৯৬৪ সালে কশবামাজাইল এ.এইচ উচ্চ বিদ্যালয় থেকে লেটার মার্কসহ বিশেষ কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। সরকারী রাজেন্দ্র কলেজে অধ্যয়নকালে তিনি দেওয়াল পত্রিকা ও প্রতিধ্বনি নামক পত্রিকার সহ-সম্পাদনা করতেন এবং নিয়মিত লিখতেন। রাজেন্দ্র কলেজ থেকে কৃতিত্বের সাতে বিএসসি পাশ করেন। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর দেশ স্বাধীন হলে ১৯৭২ সালে সরকারীভাবে পূর্ব জার্মানিতে স্কলারশিপ নিয়ে পড়াশুনা করতে যান তিনি। সেখানে কৃষিতে অনার্স-মাস্টার্স শেষ করে জার্মানির পশ্চিম বার্লিনের কারিগরি বিশ^বিদ্যালয় থেকে পিজিটি/এমফিল ও আন্তর্জাতিক কৃষি অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন তিনি। তিনি লন্ডন থেকে ইংরেজি ভাষায় ও জার্মানীর লীগজিপ শহর থেকে ইংরেজি ও জার্মান ভাষায় ডিপ্লোমা করেন। তিনি প্রগতিশীল বস্তুবাদী দর্শনের উপরও ডিপ্লোমা করেন। তখন বিদেশে বন্ধুদের সাথে সাহিত্য চর্চা করতেন এবং ‘যোগাযোগ’, ‘প্রেরণা’ ও ‘শতফুল ফুটতে দাও’ নামক তিনটি পত্রিকার সম্পাদকমন্ডরীর সদস্য ছিলেন। সে সময়ে ইউরোপের সমাজতান্ত্রিক দেশসমূহ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইন্ডিয়া ও নেপালসহ পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষা ও ভ্রমণ উপলক্ষে বারংবার ভ্রমণ করেছেন।
তিনি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষের দায়িত্ব পালন করে ২০০৮ সালে অবসরগ্রহণ করেন। এর আগে তিনি মাছপাড়া ডিগ্রী কলেজে অধ্যাপনা করেছিলেন। ঢাকায় কলেজ অব বিজিনেস এন্ড টেকনোলজিতে তিনি অধ্যক্ষের পদে চাকুরী করেছেন।
মৃত্যুকালে স্ত্রী, ১ বোন, ১ পুত্র ও ১ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। পুত্র শরীফ রাসেল শাহরিয়ার পলাশ পিতা বীর মুক্তিযোদ্ধা শরীফ কায়কোবাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।



