ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বালিয়াকান্দির বহরপুরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-১২-০৮ ১৩:২৯:১৬
বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদে গতকাল ৮ই ডিসেম্বর উঠান বৈঠকে জেলা প্রশাসক দিলসাদ বেগম স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী(মাস্ক ও সাবান) বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদে গতকাল ৮ই ডিসেম্বর দুপুরে আমার বাড়ী আমার প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

  উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। 

  বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে ও আমার বাড়ী আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক বিধান কুমার দাসের সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এস.এম আবু দারদা, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ও বহরপুর ইউনিয়নের নতুন চর গ্রাম উন্নয়ন সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  উঠান বৈঠক শেষে জেলা প্রশাসক দিলসাদ বেগম নতুন চর গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী(মাস্ক ও সাবান) বিতরণ করেন।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ