ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২০-১২-০৮ ১৩:৩০:১০
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গতকাল ৮ই ডিসেম্বর জেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গতকাল ৮ই ডিসেম্বর সকালে জেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

  জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহাবুদ্দিন মুন্না, বিশেষ অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর বিভাগীয় কমিটির সহ-সভাপতি এডঃ মোঃ হাফিজুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রান্ত, সহ-সাধারণ সম্পাদক সফি উদ্দিন, মোস্তাফিজুর রহমান বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক বারেক ইকবাল, ফরিদপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মুন্সি, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজী রহমান মানিক প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ সাংগঠনিক বিষয়াদী নিয়ে আলোচনার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলার জাল থেকে মুক্ত করা এবং বাক স্বাধীনতাসহ দেশবাসীর গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে ঝাপিয়ে পড়ার আহ্বান জানন। স্বেচ্ছাসেবক দলের রাজবাড়ী জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।  

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ