নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান স্থাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে গত ৮ই ডিসেম্বর রাতে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমার পক্ষে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের ফাস্ট সেক্রেটারী(প্রেস) নুরে এলাহী মিনা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, মুক্তিযাদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, উপ-দপ্তর সম্পাদক সোলেমান, সদস্য আব্দুল মালেক, শাহানারা রহমান, শরাফ সরকার, শামছুল আবেদীন, আলী হোসেন গজনবী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ নবী বাকি, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জিয়াদ, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, পেন্সিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আবু সাইদ খান, নিউ ইংল্যান্ড স্টেট আওয়ামী লীগের সভাপতি ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ, মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমদ চান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু মুসা, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ রবি আলম, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি মাহি উদ্দিন, শেখ আতিকুল ইসলাম রফিকুর রহমান, জর্জিয়া স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ জামাল, নাহিদ রেজা, কাহের আহমদ, সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজজামান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হোসেন রাকিব, প্রচার সম্পাদক মোহাম্মদ আলম, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবদিন জয়, সাহিদুল হক রাসেল রায়হান, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হুমায়ুন কবির, এমডি ইসলাম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবন্দ অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ২০১২ সালের ১১ই জুলাই পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের মিথ্যাচারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ঐতিহাসিক অবরোধ করে প্রতিবাদ করেছিলো মিথ্যা ষড়যন্ত্রের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের পদ্মা সেতু বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করে ১৮ কোটি জনগণকে বিজয়ের মাসে জাতির পিতার জন্ম শতবাষির্কীর উপহার।