ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন
  • চঞ্চল সরদার
  • ২০২০-১২-১৫ ১৫:০৭:৩৬

বেতন কাঠামোর দাবীতে গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে হাইকোর্টে দায়ের করা রিটের রায় ঘোষণার এক বছর পূর্তিতে রাজবাড়ীতে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে।

  গতকাল ১৫ই ডিসেম্বর বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে এই শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী, রাজবাড়ী জেলা শাখা। এ সময় রিট বাস্তবায়ন কমিটির সভপতি উজ্জ্বল খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার মনি, গ্রাম পুলিশ বাহিনীর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য আতিক ফকির, সদর উপজেলা শাখার প্রচার সম্পাদক আলাউদ্দিন খাঁ প্রমুখ উপস্থিত ছিলেন।

  রিট বাস্তবায়ন কমিটির সভপতি উজ্জ্বল খান বলেন, বেতন কাঠামোর রায় পাওয়ার পরে আমরা সেই ঐতিহাসিক রায়কে বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করি। কিন্তু আজও সেই রায় বাস্তবায়ন হয়নি। আমরা দ্রুত রায় বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবী জানাই। 

 
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ