ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
কিডনী রোগে দেড় বছরের কন্যা শিশু ইয়াফিকে বাঁচাতে সাহায্যের আবেদন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১২-২০ ১৪:০৬:৫৯

কিডনী রোগে আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজী (এনআইকেডিইউ) হাসপাতালে চিকিৎসাধীন দেড় বছরের কন্যা শিশু ইয়াফি’কে বাঁচাতে দরিদ্র পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আর্থিক সহায়তা কামনা করা হয়েছে। 

  ইয়াফি রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের ঘুঘুশাইল বেলগাছী গ্রামের দিনমজুর আক্কাস আলী ও শীলা আক্তার দম্পতির মেয়ে। বর্তমানে সে এনআইকেডিইউ’র ৩য় তলায় ১০ নং ওয়ার্ডের ৬নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। 

  চিকিৎসকরা জানিয়েছেন ইয়াফি’র ২টি কিডনীই প্রায় নষ্ট হয়ে গেছে। ওকে বাঁচাতে হলে চিকিৎসার জন্য যে অর্থের প্রয়োজন তা দরিদ্র পরিবারের পক্ষ থেকে সংগ্রহ করা সম্ভব নয়। এ জন্যই দরিদ্র পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আর্থিক সাহায্য চাওয়া হয়েছে। সাহায্য পাঠানোর জন্য ইয়াফির বাবার বিকাশ নং-০১৭৪২০০৮৯৯৬ ও ০১৯৫২৬৫৪১০৩ (যোগাযোগের জন্য)। 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ